শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ মার্চ ২০২৫ ০৯ : ২৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কিডনি পাচার চক্রের তদন্তে নেমে মূল চাঁই-সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করল। বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ ওই তিনজনকে পাকড়াও করেছে।
সম্প্রতি ধারের টাকা শোধ করতে না পারায় কিডনি কেটে নেওয়ার অভিযোগ ওঠে অশোকনগরের এক সুদখোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই গোটা রাজ্য তোলপাড় পড়ে যায়। পুলিশ-প্রশাসনও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে সাংসারিক দুরবস্থার কারণে এক যুবক অশোকনগরের বাসিন্দা বিকাশ ঘোষ ওরফে শীতল নামে এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন। আসল টাকা শোধ না করতে পারলেও তিনি শীতলকে এক লক্ষ ২০ হাজার টাকা সুদ দিয়েছেন। অভিযোগ, আসল টাকা ফেরত পেতে শীতল ঋণগ্রস্ত যুবকের স্ত্রীর একটি কিডনি কেটে বিক্রি করে দেয়। পরে সে আরও বেশি টাকা দাবি করে। শীতলের অত্যাচার সহ্য করতে না পেরে ওই দম্পতি অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে। তারপরই পুলিশ শীতলকে গ্রেপ্তার করে।
পুলিশ ধৃতকে শুক্রবার আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেয়। তাকে জেরা করে সোমবার রাতে ঘুটিয়ারি শরিফের বাসিন্দা গৌর সর্দারকে গ্রেপ্তার করে। তাকেও পুলিশ হেফাজত নেওয়া হয়। তারপর ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, কিডনি পাচার চক্রের মূল পান্ডা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গুরুপদ জানা। তবে চক্রের সবাই তাকে অমিত নামে জানে। গুরুপদর সঙ্গে জড়িত রয়েছে ঘুটিয়ারি শরিফের আর এক বাসিন্দা মৌসুমী সরদার ও বারাসতের বাসিন্দা পিয়ালি দে। তদন্তকারীরা জানিয়েছেন, অশোকনগরে সুদখোর শীতল গ্রেপ্তার হওয়ার পরেই ওই তিন জন ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার ছক করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দক্ষিণেশ্বর রেল স্টেশনের কাছ থেকে পুলিশ গুরুপদ, মৌসুমী ও পিয়ালীকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, ধৃতরা অশোকনগরের ১৫ জনের কিডনি বেআইনিভাবে বিক্রি করেছে। যাঁদের কিডনি বিক্রি করা হত, সাদা কাগজে তাঁদের কাছ থেকে স্বেচ্ছায় কিডনি বিক্রি করার কথা লিখিয়ে নিত। সেই মতো সমস্ত নথিপত্র তৈরি করে কিডনিদাতার স্বাক্ষর করিয়ে নেওয়া হত। প্রথমে অসহায় মানুষদের টাকা ধার দেওয়া হত। তারপর মোটা অঙ্কের সুদ তাঁদের কাছ থেকে নেওয়া হত। টাকা শোধ করতে না পারলেই কিডনি বিক্রির টোপ দেওয়া হত। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ কিডনি পাচার চক্রে আরও কারা জড়িত আছে, তা তদন্ত শুরু করছে।
নানান খবর

নানান খবর

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা